কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে জয়ী টিম অরাস ও এমসিএস সুপার কিংস

১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:১৮  
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর তৃতীয় দিনের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে মাঠে গড়িয়েছে ২টি ম্যাচ। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে চলমান টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আইটি পল্লীর মুখোমুখি হয় এক্সেল রয়েলস। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রানের সংগ্রহ করে আইটি পল্লী। জবাবে সবগুলো ওভার খেলে ১৭৩ রান করে এক্সেল রয়েলস। ম্যাচটি ২৮ রানে জয়ী হয় আইটি পল্লী। ৭৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বপন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে সি এন্ড সি বিক্রমপুরের মুখোমুখি হয় সিটি আইটি রোয়ার। আগে ব্যাট করে ৬ উইকেট ১১৭ রান করে সিটি আইটি রোয়ার। জবাবে সবগুলো ওভার খেলে ৯৯ রান করে সি এন্ড সি বিক্রমপুর। ম্যাচটি ১৯ রানে জয়ী হয় সিটি আইটি রোয়ার। ২০ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিশাদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে টিম অরাসের প্রতিদ্বন্দ্বিতা করে থ্রি এস টাইগার্স। থ্রি এস টাইগার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৯২ রান সংগ্রহ করে। জবারে ১১.৩ বলে ৫ উইকেটে জয়লাভ করে টিম অরাস। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইসমাইল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের শেষ ম্যাচে লড়াই করে ইনপেইস ও এমসিএস সুপার কিংস। প্রথমে ব্যাট করে ইনপেইস ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। মাত্র ২ উইকেট হারিয়ে এমসিএস সুপার কিংস তাড়া করে ফেলেন এই রান। ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রনি। আইটি পল্লী, সিটি আইটি রোয়ার, এমসিএস সুপার কিংস ও টিম অরাস এই চারটি দল মঙ্গলবার সেমিফাইনালে অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।